নতুন মেরুকরণের ইঙ্গিত: তিন দল নিয়ে মাঠে নামছে এনসিপি, লক্ষ্য কী | Jana Ojana Update News<br /><br />ভারতের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। এনসিপি এবার তিন দলে বিভক্ত হয়ে মাঠে নামছে।<br />কে কোন অবস্থানে, আর এর ফলে আগামী নির্বাচনে কী প্রভাব পড়তে পারে, তা নিয়েই বাড়ছে আলোচনা।<br />রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—এটি হতে পারে এক নতুন মেরুকরণের সূচনা।<br /><br />Stay tuned with Jana Ojana Update News for breaking news, political analysis, and top headlines.<br />👉 Subscribe করে সাথে থাকুন সর্বশেষ আপডেটের জন্য।